মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পথেই মারা যান বাবা মাহবুবুর রহমান। অথচ তার মেয়ে তাসফিয়া তখন পরীক্ষার হলে। বাবার মৃত্যুর খবর সে এখনো জানে না।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রাম থেকে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান ও তার মেয়ে তাসফিয়া। মাহবুবুর রহমান নিজেও একজন শিক্ষক, ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ছিলেন। সকাল ৯টার দিকে তারা রওনা দিলে গাজিমাঝি বাজার এলাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাসফিয়াকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেন এবং মাহবুবুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ জানান, তাসফিয়া এখনো পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বাবার মৃত্যুর খবর সে জানে না। কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মাহবুবুর রহমানের তিন কন্যার মধ্যে তাসফিয়া মেজো। পরীক্ষার পর মেয়েকে জানানো হবে বাবার মৃত্যুর খবর।
এই করুণ ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
