পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

জাহিদুল ইসলাম পারভেজ (বামে) এবং হৃদয় মিয়াজি। ছবি: সংগৃহীত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজিকে গ্রেফতার করেছে র্যাব। হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান। র্যাব জানায়, পারভেজ হত্যা মামলায় হৃদয় ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, রোববার রাতে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে এই মামলার আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। যদিও তাদের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না এবং তারা কেউই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঘটনার বিবরণ অনুযায়ী, পারভেজ বিশ্ববিদ্যালয়ের গলিতে সিঙ্গাড়া খেতে গিয়েছিলেন। সেখানে দুজন ছাত্রী ছিলেন, যাদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন—এমন অভিযোগ তোলে ওই ছাত্রীদের পক্ষ। এরপরই তারা তাদের পরিচিতদের ফোন করে ডেকে আনেন। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয়।
তবে পরিস্থিতি মীমাংসার পরও ঘটনার জেরে হাজারীপাড়া এলাকার কয়েকজন যুবককে ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় দৌড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছানোর আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।
মামলার অন্য আসামিরা হলেন: মেহরাজ ইসলাম, আবুজর গিফারী পিয়াস, মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, রিফাত, আলী ও ফাহিম। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে সোবহান ও হৃদয়—দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা ইউনিটের নেতা হিসেবে পরিচিত। সোবহান যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।
