ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
ডিবি জানিয়েছে, শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে, গত ৬ এপ্রিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ওই মিছিলে নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা আলোচনার জন্ম দেয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এই মিছিলে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তবে হঠাৎ এ কর্মসূচি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তের আওতায় আনে আইনশৃঙ্খলা বাহিনী।
