ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর আবারও বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। এই উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অবস্থান করবেন আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শীর্ষক এই গুরুত্বপূর্ণ বৈঠক।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে এই ফোরামে। বিশেষ করে বাণিজ্য, অভিবাসন, সংস্কৃতি, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে।
এদিকে, কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে—চলতি এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ২০১২ সালের পর এবারই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
