নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
নির্বাচন আয়োজন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন জুনের পরে যাবে না—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, “আমরা বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—নির্বাচন জুনের পরে নয়। যেই কথা বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার, যা তিনি বারবার প্রকাশ করেছেন।”
তিনি জানান, বৈঠকে বিএনপি ‘ঐকমত্য কমিশন’-এর প্রস্তাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং শিগগিরই তারা এই কমিশনের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতাই প্রস্তাবিত সংস্কারগুলোর সঙ্গে একমত বলে জানান তিনি।
বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে দেরি নয়; বরং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করাই উদ্দেশ্য। যদি ডিসেম্বরেই সম্ভব হয়, তাহলে আমরা ডিসেম্বরেই নির্বাচন করব।”
আইন উপদেষ্টা আরও বলেন, “বিএনপি প্রশ্ন তুলেছিল, সংস্কার হয়ে গেলে দেরির প্রয়োজন কী? আমরা বলেছি, আইনগত ও নীতিগত অনেক বিষয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন। ডিজিটাল সুরক্ষা আইনের মতো অনেক আইন আমরা বহুবার খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, “জনগণের একটা আকাঙ্ক্ষা আছে—বিচার হোক। হাজারো মানুষ শহীদ হয়েছে, বহু মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারও জরুরি। এসব দিক বিবেচনায় নিয়েই জুন সময়সীমার কথা বলা হয়েছে।”
