তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)

ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এক তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা অবস্থায় এক বৃদ্ধ বারবার অশালীন অঙ্গভঙ্গি করছেন।
ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় উঠেছিলেন। যাত্রাপথেই ঘটনার শিকার হন। গন্তব্যে পৌঁছানোর পর যখন তিনি অভিযুক্তকে জিজ্ঞাসা করেন, তখন বৃদ্ধ বিষয়টি অস্বীকার করেন।
পুলিশ জানায়, ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা বিষয়টি আমলে নেয়। তদন্ত করে অভিযুক্ত বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স চালু করেছে বিশেষ হটলাইন। যে কেউ ২৪ ঘণ্টা এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ এবং ০১৩২০০০২২২২।
