গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত
দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সফল হবে কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের মানুষের সহনশীলতা ও বিনিয়োগ সম্ভাবনা দেখে বিদেশিরা আশাবাদী। সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা।”
তিনি জানান, ১০০ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অঞ্চল চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সমুদ্রবন্দর বা বে-টার্মিনাল স্থাপনের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করা হবে। বিডা চেয়ারম্যান বলেন, “ওয়ান স্টপ সার্ভিসের সব কার্যক্রম অনলাইনে আনার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে একটি ওয়েবসাইট থেকেই সব ধরনের লাইসেন্স ও অনুমোদন প্রদান করা হবে।”
তিনি আরও জানান, ট্রানশিপমেন্ট বাতিলকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত, কারণ এর ফলে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আধুনিকীকরণের সুযোগ তৈরি হবে।
ব্রিফিংয়ে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান বলেন, “এই সম্মেলনে মাত্র দেড় কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা এসেছে।”
এছাড়া ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সম্মেলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশনা দিয়েছেন।
