বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিকল্পনাটি সফল হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারত।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল, যদিও শেষ পর্যন্ত হ্যাকাররা ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। সে সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল।”
তিনি আরও জানান, “তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে এই ঘটনায় জড়িতদের বাঁচানোর চেষ্টা করেছিল। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “যারা এই চুরির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
