ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে পারেন আবেদনকারীরা।
রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সতর্কবার্তা প্রদান করে।
পোস্টে বলা হয়, “ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে গিয়ে মিথ্যা বলেন বা ভুয়া নথিপত্র জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।”
এছাড়াও দূতাবাস জানায়, একবার ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের সুযোগ একেবারেই হারিয়ে যেতে পারে।
মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশি আবেদনকারীদের সতর্কতার সঙ্গে এবং সততার ভিত্তিতে ভিসা আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
