পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে ট্রাম্পের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টকে মেনশন করে অধ্যাপক ইউনূস বলেন, “৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।”
এর আগে সোমবার ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আশ্বাস দেন এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার কথাও জানান, যা মার্কিন তুলা রপ্তানিতে সহায়ক হবে।
এদিকে একই রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এই সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি।” তবে চীনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। বরং চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “যখন কেউ যুক্তরাষ্ট্রকে আঘাত করে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোরে জবাব দেন। এজন্যই চীনের বিরুদ্ধে এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে বাংলাদেশসহ বেশ কিছু দেশের জন্য সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।
