ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক

অ্যান্ড্রু হেরাপ ও নিকোল চুলিক। ছবি: সংগৃহীত
আগামী ১৫ ও ১৬ এপ্রিল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ কূটনীতিক—দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে তারা বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।
নিকোল চুলিক ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন এবং ১৫-১৮ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। তার সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও ঢাকা সফরে যোগ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। একইসঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।
এদিকে, নিকোল চুলিকের সফরের একদিন পর ১৬ এপ্রিল ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতার নতুন মাত্রা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
