রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ২৯ জন সেনা সদস্যকে অনারারি কমিশন প্রদান করেছে। এর মধ্যে ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনারারি লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- বিজেও-১৩৬১৫ অনা. লে. মো. আব্দুল কাফি সরকার, এসপিপি, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ অনা. লে. মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৭৫ অনা. লে. মোহা. মাহাবুর রহমান, এসজিপি, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৭৬ অনা. লে. মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৪৩ অনা. লে. মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ অনা. লে. মো. জহুরুল ইসলাম, সিগন্যালস; বিজেও-১৯১০১ অনা. লে. মো. আমিরুল ইসলাম, এএসসি; বিজেও-২৩০৩৯ অনা. লে. মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ অনা. লে. মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২৫৬২৩ অনা. লে. মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; বিজেও-২৫৬৫৪ অনা. লে. মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ অনা. লে. মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ অনা. লে. মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ অনা. লে. মো. আলাল উদ্দীন, এএমসি।

সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন– বিজেও-৫০০৫৬ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ ফিরোজ আলম, আর্মার্ড; বিজেও-৫২০৩২ মাস্টার ওয়া. অফি. মো. মুসারুল হক, আর্টিলারি; বিজেও-১৩৭৭০ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ নুরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫৫১২৪ মাস্টার ওয়া. অফি. মো. রইছ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২০০ মাস্টার ওয়া. অফি. মো. আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২২৯ মাস্টার ওয়া. অফি. মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৪৩ মাস্টার ওয়া. অফি. ফরাজী মো. কামরুজ্জামান, সিগন্যালস; বিজেও-৫৮১১১ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ মিজানুর রহমান, সিগন্যালস; বিজেও-৫৮০৫৮ মাস্টার ওয়া. অফি. মো. রেজাউল করিম, সিগন্যালস; বিজেও-৪৪৭৬১ মাস্টার ওয়া. অফি. মো. আব্দুল ওয়াহেদ মিয়া, ই বেঙ্গল; বিজেও-৬১০৫৭ মাস্টার ওয়া. অফি. মুহ. শফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১০৪২ মাস্টার ওয়া. অফি. মো. হাফিজুর রহমান, ই বেঙ্গল; বিজেও-৪৪৭৪৮ মাস্টার ওয়া. অফি. নূর আহাম্মদ ভূঞা, ই বেঙ্গল; বিজেও-৬১২৬১ মাস্টার ওয়া. অফি. মুহাম্মদ মাসুদ উদ্দিন, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৯ মাস্টার ওয়া. অফি. মো. রফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৩ মাস্টার ওয়া. অফি. এ কে এম কামরুজ্জামান, ই বেঙ্গল; বিজেও-৪৫৫৫৬ মাস্টার ওয়া. অফি. মো. রফিকুল ইসলাম, বীর; বিজেও-৬৬২৫১ মাস্টার ওয়া. অফি. মো. মতিয়ার রহমান, বীর; বিজেও-৪৬২৯৯ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ আবুল বাসার, বীর; বিজেও-২৩০০৮ মাস্টার ওয়া. অফি. মো. হাবিবুর রহমান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৩৯ মাস্টার ওয়া. অফি. মো. জাহাঙ্গীর আলম, ইএমই; বিজেও-৮৬০১৬ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ আবুল হাসান, সিএমপি; বিজেও-২৬৭৬৬ মাস্টার ওয়া. অফি. মো. আবু নাঈম ভূঞা, এসিসি; বিজেও-২৬৯২৬ মাস্টার ওয়া. অফি. এস এম আবু সাঈদ, এসিসি; বিজেও-২০৯৯০ মাস্টার ওয়া. অফি. মো. সাদেকুল ইসলাম, এএমসি।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে।

Header Ad
Header Ad

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক তরুণী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ প্রান্তের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় ঢাকাগামী ও টঙ্গীগামী দুটি ট্রেন একযোগে রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তরুণী মারা যান।

গুরুতর আহত অবস্থায় তরুণটিকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে দেশের দক্ষিণাঞ্চলের ১০টি জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আমিনবাজার এলাকায় জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়। রাত ৮টার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ না থাকায় এইসব অঞ্চলের সাধারণ মানুষকে প্রচণ্ড গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজকর্মও ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে দেশে বড় ধরনের একটি গ্রিড বিপর্যয় ঘটেছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ সরবরাহ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে পড়ায় সারাদেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

Header Ad
Header Ad

আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

বিভিন্ন দিবস, উৎসব এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে নির্বাহী আদেশের সুবিধা কাজে লাগিয়ে আবারও ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মে মাসে দুই দফায় টানা তিনদিন করে মোট ছয়দিনের ছুটির সুযোগ আসছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২ ও ৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা টানা তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া, আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা তিনদিন ছুটি মিলবে।

এর আগে গত মার্চ-এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন। সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একটি অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে অর্জিত ছুটি বা পূর্বনির্ধারিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী তিনদিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন নিয়ে ভোগ করার নিয়মও চালু আছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু
জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট
আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পাকিস্তানি হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রা
চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলো বিএনপি
আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর
ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তোহা গ্রেপ্তার
নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক