ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে, বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা আবারও বৃদ্ধি পেয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধের পাশাপাশি বেড়েছে ধর্ষণের ঘটনা।
সম্প্রতি মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে ধর্ষণের শিকার আছিয়াকে দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার ধর্ষণে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেবে না। তার কয়েক ঘণ্টা পরই ধর্ষণ মামলার দ্রুত বিচার নিয়ে বক্তব্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, "ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি, ৯০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে হবে।"
এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই কার্যকর বাস্তবায়ন নিয়ে সন্দিহান। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
