রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শাহজালাল বিমান বন্দর

ইমিগ্রেশন ও করোনা ডেস্কে দীর্ঘ লাইন

থার্ড টার্মিনালের নির্মাণ কাজের জন্য গত ১০ ডিসেম্বর থেকে রাতে ফ্লাইট বন্ধ থাকছে। এ কারণে দিনে বেড়েছে ফ্লাইটের চাপ। ফলে ইমিগ্রেশন ও করোনা ডেস্কে যাত্রীর চাপ বাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। লাগেজ পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিমাবন্দরের ক্যানোপি-১ ও ২ এ গিয়ে দেখা গেছে, একসঙ্গে বহু যাত্রী বের হচ্ছেন। একসঙ্গে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করায় যাত্রীদের চাপ ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হয়ে আসা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়। সৌদিআরব থেকে আসা যাত্রী ফিরোজ আলম বলছিলেন, লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

আমার লাগেজ বেল্টের বাইরে পড়েছিল। এর আগে করোনা টেস্টের রিপোর্ট জমা দিতে গিয়ে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফিরোজ আলমের অভিযোগ একসঙ্গে কয়েকটি ফ্লাইট নামায় যাত্রীর সংখ্যা ছিল বেশি। সেই তুলনায় করোনা ডেক্সে লোকবল ছিল কম। কলকাতা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা খোরশেদ আলম বলেন, লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। এটা কমানো দরকার। একই ফ্লাইটে কলকাতা থেকে আসা ফয়সল জানান, করোনা টেস্টের বুথেই সময় চলে গেছে ঘণ্টার উপরে। দেশে ফেরা যাত্রীদের যে চাপ তাতে বুথ আরও বেশি দরকার ছিল। নম্রতা এসেছেন অস্ট্রেলিয়ার অ্যডিলেডে থেকে। সিঙ্গপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এই তরুণী বলেন, যেভাবে ভোগান্তির কথা ভেবেছিলাম সেই তুলনায় সহজেই পার পেয়েছি। তবে করোনা টেস্টের রিপোর্ট জমা দিতে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।


সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সে ফিরেছেন ওমর ফারুক। ১১টা ২০ মিনিটে ফ্লাইট অবতরণ করলেও তিনি সব কাজ সম্পন্ন করে বিমানবন্দরের ক্যানোপিতে আসতে পেরেছেন ১২টা ৫৬ মিনিটে। তিনি বলেন, এই দীর্ঘ সময় লেগেছে মূলত করোনা টেস্টের রিপোর্ট জমা দিতে গিয়ে। সেখানে কাউন্টার কম থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। একই অভিযোগ করেন মো. ইয়াছিন নামে আরকে যাত্রীর। যিনি একই ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

চট্টগ্রামের জসিম উদ্দিনও আসছিলেন আবুধাবী থেকে। তিনি বলেন, ফ্লাইট আসতেই বিলম্ব করেছে। তবে বিমাবন্দরে ভোগান্তি খুব একটা হয়নি। ইতালির রোম থেকে আসা ফয়েজ আহমদ ও শিল্পী দম্পতি নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দুটি জায়গায় খুবই ভোগান্তি হয়েছে। একটি হচ্ছে করোনা বুথ এবং অন্যটি লাগেজ পেতে। করোনা বুথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। শুধুমাত্র কাউন্টার কম থাকায়। যাত্রীর চাপ অথচ কাউন্টার কম।

যাত্রীর বিভিন্ন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদুল আহসান ঢাকাপ্রকাশকে বলেন, যখন একসঙ্গে ফ্লাইট নামে তখন কিছুটা সমস্যা হয়। আমাদের রিসোর্সের বিষয়টাও তো দেখতে হবে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবাটুকু করার। তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণ কাজের কারণে গত ১০ ডিসেম্বর থেকে রাতে ফ্লাইট বন্ধ থাকায় দিনের বেলা ফ্লাইটের চাপ বেড়েছে। ফলে একসঙ্গে চার-পাঁচটা ফ্লাইট যখন নামে তখন সমস্যাটা তৈরি হয়। কিন্তু একটি বা দু’টি ফ্লাইট নামলে দ্রুতই যাত্রীরা বের হতে পারছেন। তিনি বলেন, করোনা টেস্ট রিপোর্ট জমার জন্য আটটি বুথ আছে। চাপ বাড়লে সেখানেও কিছুটা সময় লাগে।

গত কিছুদিন ধরেই শাহজালাল বিমানবন্দরে নানারকম বিশৃংখলা বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। এমনকি এসব বিশৃংখলা বন্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিমাবন্দরে সৃষ্ট বিশৃংখলা, যাত্রীদের ভোগান্তি এবং হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে চিঠিও দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছিল, যেহেতু রাত্রিকালীন সময়ে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে, সেকারণে দিনের বেলা চাপ থাকবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমাবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নিজে বিমানবন্দর সরেজমিন ঘুরে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন যাত্রী হয়রানি বন্ধসহ সব ধরণের ভোগান্তি দূর করতে। কিন্তু কিছুতেই পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। বরং ভোগান্তি মাত্রা দিনে দিনে বেড়েই যাচ্ছিল।

এই পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে চরম অব্যবস্থাপনা ও বিশৃংখলা দেখা দেয়। যাত্রী ভোগান্তি ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ। এ নিয়ে দেশের প্রায় সকল সংবাদমাধ্যম ওই দিন রিপোর্ট করে।
চতুর্থ দিনে ২২ ডিসেম্বর বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পরিস্থিতি সরজমিন দেখতে আবারও বিমানবন্দর যান। যাত্রী হয়রানি, অব্যবস্থাপনা ও বিশৃংখলা বন্ধে কঠোর নির্দেশ দেন। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তার একদিন পর আজ শাহজালাল বিমানবন্দরে গিয়ে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে করোনা বুথ, ইমিগ্রেশন এবং বেল্টে লাগেজ আসতে বিলম্বের কথা জানা গেল। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

এনএইচবি/এসএম

Header Ad
Header Ad

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক তরুণী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ প্রান্তের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় ঢাকাগামী ও টঙ্গীগামী দুটি ট্রেন একযোগে রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তরুণী মারা যান।

গুরুতর আহত অবস্থায় তরুণটিকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে দেশের দক্ষিণাঞ্চলের ১০টি জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আমিনবাজার এলাকায় জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়। রাত ৮টার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ না থাকায় এইসব অঞ্চলের সাধারণ মানুষকে প্রচণ্ড গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজকর্মও ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে দেশে বড় ধরনের একটি গ্রিড বিপর্যয় ঘটেছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ সরবরাহ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে পড়ায় সারাদেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

Header Ad
Header Ad

আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

বিভিন্ন দিবস, উৎসব এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে নির্বাহী আদেশের সুবিধা কাজে লাগিয়ে আবারও ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মে মাসে দুই দফায় টানা তিনদিন করে মোট ছয়দিনের ছুটির সুযোগ আসছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২ ও ৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা টানা তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া, আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা তিনদিন ছুটি মিলবে।

এর আগে গত মার্চ-এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন। সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একটি অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে অর্জিত ছুটি বা পূর্বনির্ধারিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী তিনদিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন নিয়ে ভোগ করার নিয়মও চালু আছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু
জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট
আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পাকিস্তানি হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রা
চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলো বিএনপি
আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর
ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তোহা গ্রেপ্তার
নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক