হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান। ছবি: সংগৃহীত
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি তার নতুন প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে প্রকাশ্যে এলেন। কয়েকদিন আগেই নিজের ৬০তম জন্মদিনে প্রেমের ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড় তোলা এই অভিনেতাকে এবার দেখা গেল গৌরীর সঙ্গে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উৎসবের মঞ্চে ছবি তোলার আগে আমির খানের দিকে হাত বাড়িয়ে দেন গৌরী। এরপর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দেন দু’জন। তাদের সঙ্গে ছিলেন চীনা অভিনেতা শেন টেং ও মা লি।
অনুষ্ঠানে আমির খান পরেছিলেন কালো কুর্তা ও সাদা পায়জামা, সঙ্গে ছিল কালো ও সোনালি রঙের শাল। গৌরী ছিলেন হালকা সাজে, শিফনের শাড়ি আর চোখে চশমা—দেখাচ্ছিলো অনবদ্য।

গত মাসে এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে এবং তারা একে অপরকে চেনেন দীর্ঘ ২৫ বছর ধরে। তবে প্রেমের সম্পর্কের শুরু মাত্র দেড় বছর আগে। এই সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন আমির।
সম্প্রতি তাদের একসঙ্গে মুম্বাইয়েও দেখা গেছে, যা নিশ্চিত করেছে এই জুটির নতুন সম্পর্কের পথচলা আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
