পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ছবিঃ সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, জামান টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় লাগা আগুন আজ বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
মোট ১৪টি ইউনিট পাঠানো ঘটনাস্থলে গেলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পল্টন জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল।
তবে, ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৭টা ৩৫ মিনিতে। এখনো ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। মোট ৯টি ইউনিট কাজ করছে।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তখন ফায়ারের ওই কর্মকর্তা জানান, ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভবনটি থেকে আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি।
