খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও ইউনিট যোগ দেওয়া হয়।
আগুন ছড়িয়ে পড়েছে পাশের একটি গ্যারেজে, যেখানে থাকা যানবাহনে দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে, যা আগুন নিয়ন্ত্রণের কাজে বাধা সৃষ্টি করছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, স-মিলের পাশাপাশি গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সম্ভবত গ্যারেজের যন্ত্রপাতি ও মালামালের কারণে হয়েছে। তবে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং আশপাশে আর ছড়িয়ে পড়ার শঙ্কা নেই।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
