রাজধানীতে আতশবাজি-ফানুশ বন্ধে মোবাইল কোর্ট

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে আতশবাজি ও ফানুশ উড়ানো বন্ধ রাখতে সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, "গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করছি যেন স্ক্রলের মাধ্যমে জনগণকে জানানো হয়, আজকের সন্ধ্যার পর রাজধানীতে কোন আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে।"
পরিবেশের সুরক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "নাগরিকদের সচেতন হতে হবে এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।"
পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
