পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার পৌনে ৭টার দিকে ১৫ তলা ভবনের ৫ তলায় লাগা এ আগুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।
জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
