খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন

ছবি: সংগৃহীত
খুলনা নগরীতে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন কেএফসি ও বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) রেকর্ড বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং আটক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় একদল লোক নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসির শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে শিববাড়ি মোড়ে অবস্থিত বাটার শোরুমেও একইভাবে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে এসব ঘটনার চিত্র উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
