রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঈদের আগের দিন গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ খন্দকার পাড়া এলাকায় ঈদের আগের দিন বন বিভাগের উচ্ছেদ অভিযানে শতাধিক বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের পর এলাকাজুড়ে নেমে আসে কান্নার রোল, হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। ঈদের আনন্দের বদলে শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

রবিবার সকাল ৯টা থেকে ঢাকা বন বিভাগের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের শুরুর দিকে এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। চারটি বুলডোজারের সাহায্যে একে একে শতাধিক বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অনেকেই ঘরের ভেতর থেকে আসবাবপত্র বের করার সুযোগ পাননি, মালামালসহ ঘরবাড়ি ধ্বংস করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বন বিভাগ মাত্র একদিন আগে শনিবার বিকেলে মাইকিং করে জানায় যে উচ্ছেদ অভিযান চালানো হবে। এত কম সময়ের মধ্যে ঘরবাড়ি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, ফলে তারা অসহায় অবস্থায় পড়েছেন।

এক ভুক্তভোগী বলেন, "কাল ঈদ, আমাদের ঘরে একমুঠো চাল পর্যন্ত নেই। আমরা ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমাদের ঘরবাড়ি ভেঙে দিলো।"

আসমা বেগম নামে আরেকজন জানান, "আমরা ঘরবাড়ি তৈরির সময় বন বিভাগের লোকদের সাথে আলোচনা করেই কাজ করেছি। এখন তারা হঠাৎ এসে আমাদের সবকিছু গুঁড়িয়ে দিলো।"

বন বিভাগ সূত্রে জানা যায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবহ এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে বসবাস করা হচ্ছিল। দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়া হয়েছিল, এরপরও তারা দখল ছাড়েনি বলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, "সরকারের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঈদের আগের দিন অভিযান চালানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঈদের পরও আমরা পুনরায় অভিযান পরিচালনা করবো।"

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যারা ঘর তুলেছে, তারা টাকা দিয়ে থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা নেইনি।"

অনেক ভুক্তভোগীর দাবি, তাদের জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বন বিভাগ কোনো যাচাই না করেই তাদের বসতভিটা ভেঙে দিয়েছে। আব্দুল জলিল নামে এক ব্যক্তি বলেন, "আমার বাড়ি শত বছরের পুরোনো, আমার জমির কাগজপত্র সঠিক রয়েছে। কিন্তু তারা কিছু না দেখেই আমার ঘর ভেঙে দিয়েছে।"

উচ্ছেদ অভিযানের সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বন বিভাগের লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বন বিভাগের এফডিএম (নৌ চালক) মিনহাজির ওপর হামলা চালানো হয়, এতে তার মাথা ফেটে যায়। পরে বন বিভাগের অন্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে। তবে ঈদের আগের দিন এ ধরনের উচ্ছেদ অভিযান কতটা ন্যায়সংগত, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্তত এক সপ্তাহ সময় পেলে তারা ঘরবাড়ি সরিয়ে নিতে পারত বলে মনে করছেন অনেকে।

স্থানীয়দের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের অভিযানের সময় ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করে। বিশেষত ধর্মীয় উৎসবের সময় এমন কঠোর ব্যবস্থা নেওয়া হলে তা সাধারণ মানুষের ওপর চরম দুর্ভোগ বয়ে আনে।

Header Ad
Header Ad

নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি ও জাতীয় পার্টি’র নেতা আব্দুল মান্নানকে গণধোলাই এর শিকার হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে তাকে গণধোলাই দিয়ে সতীহাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় আটকে রাখেন বিক্ষুব্ধ গ্রাহকরা। মান্নান উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মান্দা উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক।

গ্রাহকদের অভিযোগ, বেশি মুনাফার লোভ দেখিয়ে এফডিআরের নামে আমানত সংগ্রহ করেন আব্দুল মান্নান ও ওই সমবায় সমিতির সম্পাদক শাহিন আক্তার মিঠু। শুরুর দিকে মুনাফার টাকা দিলেও বেশ কিছুদিন টালবাহানা করেন তারা। এ অবস্থায় আমানতের টাকা ফেরতের জন্য চাপ দিলে সমিতির সাইনবোর্ড গুটিয়ে নিয়ে সটকে পড়ার পাঁয়তারা করেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক লাখপতি অফারে আমানতের নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করেন। প্রত্যেক মাসে এক লাখ টাকায় দুই হাজার টাকা করে মুনাফা দেওয়ার চুক্তি ছিল। প্রথমদিকে সঠিকভাবে মুনাফার টাকা পরিশোধ করা হলেও গত ছয় মাস ধরে টালবাহানা শুরু করেন তারা।

গ্রাহক ফারমিন আক্তার বলেন, ‘বেশি মুনাফার লোভ দেখিয়ে ওই সংস্থার সভাপতি আব্দুল মান্নান আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। গত দেড় বছর ধরে মুনাফা দিচ্ছেন না। আমানতের টাকা ফেরত দিতেও টালবাহানা করছে তিনি।’

আরেক গ্রাহক মোহাম্মদ আলী বলেন, ‘এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেওয়ার অঙ্গীকারে আমার কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়।
সঠিকভাবে কয়েক মাস মুনাফা পেয়েছি। বর্তমানে সংস্থার লোকজন কার্যক্রম গুটিয়ে আত্মগোপনে আছেন। রবিবার সকালে আব্দুল মান্নানকে পেয়ে গ্রাহকরা আটকিয়ে গণধোলাই দেয়।’

সংস্থার সভাপতি আব্দুল মান্নান বলেন, গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা মাঠেই পড়ে আছে। যারা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা টাকা ফেরত দিচ্ছে না। মাঠ থেকে টাকা উঠানোর চেষ্টা করা হচ্ছে। টাকাগুলো উঠে এলেই গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে।

স্থানীয় গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ঢাকাপ্রকাশকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে গ্রাহকরা আমানতের টাকা ফেরতের জন্য আমার কাছে অভিযোগ দিয়ে আসছিল। পর্যায়ক্রমে টাকা ফেরতের অঙ্গীকারও করেছিলেন সংস্থার সভাপতি ও জাতীয় পার্টির নেতা। এ অবস্থায় আজ তাকে ধরে গণধোলাই দেয় গ্রাহকরা।’

মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্রাহকের টাকা আটকে রাখা সঠিক হয়নি। আমানতের টাকা ফেরত পাওয়া গ্রাহকের ন্যায্য অধিকার।’

এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায়, ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। এ সময়ে, নিশিকান্ত দুবে বাংলাদেশের পানি সরবরাহও বন্ধ করার দাবি তুলেছেন এবং ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তিকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তি ছিল কংগ্রেস সরকারের একটি ভুল সিদ্ধান্ত, যা এখন সংশোধন করার সময় এসেছে।

দুবে আরও দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে সম্পর্ক রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত আরও সুরক্ষিত করার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দেওয়া বক্তব্যের কথা, যেখানে তারা বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করার পক্ষে কথা বলেছেন।

পেহেলগাম হামলার পর ভারত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত করা এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা অন্তর্ভুক্ত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করেছে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে।

Header Ad
Header Ad

এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবছরের নিয়োগে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫৯৯ জন প্রার্থীর প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৫৬৬ জন মেধাভিত্তিক, ৩০ জন মুক্তিযোদ্ধা কোটায়, ২ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় এবং ১ জন শারীরিক প্রতিবন্ধী কোটায় সুপারিশ পেয়েছেন।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
হাকিমপুরে গরীবের চাল ছাত্রলীগ নেতার গুদামে
চুরির অভিযোগে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ভারত-পাকিস্তান ইস্যুতে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা
সাব-ইন্সপেক্টর পদে প্রাথমিক সুপারিশ পেল ৫৯৯ জন
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
চার ম্যাচের নিষেধাজ্ঞায় তাওহিদ হৃদয়, বাড়ছে নাটকের রঙ
উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
ছেলে খুঁজে পাচ্ছি না, একজন জীবনসঙ্গী দরকার: মিলা
টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা
দেশের পথে প্রধান উপদেষ্টা
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
উত্তাল ইউআইইউ ক্যাম্পাস, ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ