কলাপাড়ায় ৭০ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ৭০ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (১৮ মে) রাতে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান বলেন, উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি দোকান ও খালের মধ্যে দুটি ট্রলারে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, বাগদা রেনুসহ বিভিন্ন বিলুপ্ত প্রজাতির মাছ যারা শিকার করছে তাদের আইনের আওতায় আনা হবে। পরে নিজামপুর কোস্টগার্ড স্টেশন সংলগ্ন আন্ধারমানিক নদীতে জব্দ করা রেণু অবমুক্ত করা হয়।
এসআইএইচ
