মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "মৌলিক সংস্কার ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। আর সেই ধরনের নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না-সেটি এখনো বিবেচনাধীন।"
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীতে মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। নাহিদ ইসলাম জানান, বৈঠকে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব সংস্কারের প্রয়োজনীয়তা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং এনসিপি'র গঠনমূলক রাজনীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
তিনি বলেন, “আমরা মার্কিন কূটনীতিকদের জানিয়েছি, বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে, প্রশাসন এসব বিষয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের দলের তিনটি মূল দাবি রয়েছে—বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা সুস্পষ্টভাবে জানিয়েছি, নূন্যতম নয়, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে মৌলিক সংস্কারই আমাদের লক্ষ্য। কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া নির্বাচনের পথে এগোলে সেটি দেশের জন্য বিপজ্জনক হবে এবং সেই নির্বাচন জাতীয় নাগরিক পার্টির জন্য গ্রহণযোগ্য নয়।”
বৈঠকে মার্কিন কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচন-সংক্রান্ত সংস্কার এবং দলীয় আদর্শ-গঠন প্রক্রিয়া সম্পর্কেও এনসিপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন বলে জানান তিনি।
