সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ

ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভ্রমণের সময় স্বামী, স্ত্রী বা সন্তানকে সফরসঙ্গী হিসেবে নেওয়া যাবে না। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো বিদেশ সফরও করা যাবে না।
গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
পরিপত্র অনুযায়ী, বিদেশ সফরের ক্ষেত্রে উপদেষ্টা, সিনিয়র সচিব বা সচিবদের ব্যক্তিগত সহকারী (পিএস) বা সহকারী একান্ত সচিব (এপিএস) কেবলমাত্র অত্যন্ত জরুরি প্রয়োজনেই সফরসঙ্গী হতে পারবেন। এতে আরও বলা হয়, সরকারিভাবে অনুমোদিত সফরের ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে স্বামী/স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে নেওয়া যাবে না।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।
এ নির্দেশনার পেছনে মূল উদ্দেশ্য হিসেবে সরকারি সফরকে আরও স্বচ্ছ, অর্থবোধক ও দুর্নীতিমুক্ত রাখা এবং সরকারি ব্যয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, অতীতের মতোই এবারও পরিপত্রে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
