ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক

ছবি: সংগৃহীত
ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলায় সম্প্রচারিতব্য নতুন ধারাবাহিক ‘ইশক সুবহান আল্লাহ’ প্রকাশ্যে আসার পরই তা ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সিরিয়ালটির প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মাবলম্বী দর্শকদের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই ধারাবাহিকটিকে ইসলাম ধর্ম অবমাননাকর বলে দাবি করছেন।
প্রোমোতে দেখা যায়, অশান্ত পরিবেশে নায়িকা ও তার হিন্দু বন্ধুদের মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। পরে মুসলিম নায়ক জানতে পারেন তারা মুসলিম নন। এরপর যে কথোপকথন ও দৃশ্য উপস্থাপিত হয়, তা অনেকের কাছে ইসলাম ধর্ম ও এর পবিত্র স্থান নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে হয়েছে।
একজন দর্শক মন্তব্য করেন, ‘এই সিরিয়ালে ইসলাম নিয়ে অনেক বাজে ধারণা দেখানো হয়েছে, তাই এটি কেউ দেখা উচিত না।’ আরেকজন লেখেন, ‘সুবহান আল্লাহ মানে কি তারা জানে? আল্লাহর নাম নিয়ে নাটক বানাচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়?’ একের পর এক এমন মন্তব্যে ভরে গেছে ধারাবাহিকের কমেন্ট বক্স।
এই বিতর্ক আরও তীব্রতর হয় যখন মুম্বাইভিত্তিক ইসলামিক সংগঠন রেজা অ্যাকাডেমি ধারাবাহিকটির বিরুদ্ধে আদালতে মামলা করে। অ্যাকাডেমির পক্ষে আইনজীবী হিতেশ সি সোনি ইন্ডিয়ান এক্সপ্রেস–কে জানান, ‘এই সিরিয়াল শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, বরং সাধারণ মানুষের মনোজগতে প্রভাব ফেলছে, বিশেষত শিশুদের ওপর।’
মামলায় দাবি করা হয়েছে, ধারাবাহিকটিতে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা ও বিকৃতি ঘটানো হয়েছে। সংলাপ, চিত্রনাট্য ও চরিত্রায়ণে অন্তত ২০টি বিষয়ে আপত্তি জানিয়েছে সংস্থাটি। ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪, ২৯২ এবং ২৯৫এ ধারায় অভিযোগ এনে ফৌজদারি কার্যবিধির ৯৫ ধারার অধীনে এর সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে তারা।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
