হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থনকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এআই-চালিত ‘ক্যাচ অ্যান্ড রিভোক’ অভিযানের আওতায় হাজারো বিদেশি শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এসব শিক্ষার্থীর মধ্যে কেউ হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হলে তাদের ভিসা বাতিল করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরে তিনি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, “যারা হামাসসহ সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন জানায়, তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের সমর্থনকারীদের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করবে।”
তিনি আরও বলেন, “যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী বা দর্শনার্থী, যারা মার্কিন আইন লঙ্ঘন করবে, তাদের ভিসা প্রত্যাহার করা হবে এবং নির্বাসনের মুখোমুখি হতে হবে।”
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।
