মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘পরকীয়া’র জেরে বিচ্ছেদ অভিনেতা কাঞ্চন মল্লিকের

কাঞ্চন মল্লিকের সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন অঙ্গনে যখন মাহিয়া মাহির বিচ্ছেদের খবরে সরগরম তখন পশ্চিমবঙ্গের টলিউডও বাজছে একই সুরে। পরকীয়ার জেরে ভাঙল সেখানকার কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের সংসার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দুজনের মধ্যে বনিবনা না হওয়ার কয়েক বছর আগে কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সংসারে ঝড় ওঠে। তবে তাদের মধ্যে এমন বনিবনা না হওয়ার পিছনে তৃতীয় ব্যক্তি হিসেবে শ্রীময়ীকেই অনেকে দায়ী করে থাকেন। এরপর একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার জন্য।

কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়

 

অবশেষে গত জানুয়ারিতে এই যুগলের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ১০ জানুয়ারি দীর্ঘ আইনি লড়াই শেষে কাঞ্চন মল্লিকের সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ সম্পন্ন হয়। গণমাধ্যমে এই বিষয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি কাঞ্চন। শুধু বললেন, ‘খবরটা সত্য। এর বেশি আমি কিছু বলতে চাই না।’

অন্যদিকে পিঙ্কি বলেন, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভালো আছি।’

জানা যায়, কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। তাই আপাতত আদালত তাঁকে মায়ের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছে।

সমালোচকদের দাবি, কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের নেপথ্যে ‘পরকীয়া’ই দায়ী। টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন কাঞ্চন, এমন গুঞ্জন টলিউডে। মূলত এই গুঞ্জনের পর থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন এই দম্পতি।

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী

 

এই মুহূর্তে ‘স্বয়ংসিদ্ধা’ ও ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত পিঙ্কি। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। এদিকে, বিধায়ক কাঞ্চনকে এখন শ্রীময়ীর সঙ্গে প্রায়শই টলিপাড়ার বিভিন্ন পার্টিতে দেখা যায়। অভিনেত্রীকে কাঞ্চনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করতে দেখা যায়।

Header Ad
Header Ad

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান। ছবি: সংগৃহীত

পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশের অনেক সদস্য জনরোষের মুখে পড়েছেন।” পুলিশকে জনগণের বন্ধু হিসেবে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

Header Ad
Header Ad

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো। ছবি: সংগৃহীত

বারবার নিলাম ডেকেও এস আলম গ্রুপের বন্ধকী সম্পত্তির কোনো ক্রেতা খুঁজে পাচ্ছে না দেশের ব্যাংকগুলো। ফলে ঋণ আদায়ে এখন বাধ্য হয়ে অর্থ ঋণ আদালতের শরণাপন্ন হচ্ছে তারা। এতে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়েছে।

চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠী ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে। উদাহরণস্বরূপ, জনতা ব্যাংক ১০,৭০০ কোটি টাকার বিপরীতে ছয়বার নিলাম ডেকেও কোনো সাড়া পায়নি। একইভাবে ইসলামী ব্যাংকও সাত দফা নিলাম আয়োজন করেও ব্যর্থ হয়েছে, যার মধ্যে আইডিয়াল ফ্লাওয়ার মিলসের ১,১০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত নিলামও অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক সময়ে এস আলম গ্রুপের একাধিক স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও জমি নিলামে তোলা হলেও দরপত্র জমা পড়েনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনি প্রক্রিয়া পূরণের জন্যই তারা এসব নিলাম ডাকছেন, যদিও আগ্রহী ক্রেতার দেখা মিলছে না। অনেকেই এই বিষয়টিকে ভয় পাচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ সরাসরি ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গ্রুপটির নিয়ন্ত্রণ জব্দ করে।

বর্তমানে এস আলম গ্রুপের ওপর কেন্দ্রীয়ভাবে তদন্ত ও আইনি পদক্ষেপ নিচ্ছে ১৪ সদস্যের বিশেষ লিগ্যাল টিম। একই সঙ্গে তাদের জব্দকৃত শেয়ার বিক্রির জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

 

Header Ad
Header Ad

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

চার বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। চট্টগ্রামে চলমান টেস্টে রিচার্ড এনগারাভার বল লং অনে পুশ করে বাউন্ডারিতে পাঠান তিনি। এ ছিল তার ইনিংসের ১৬তম চার এবং এই চারের মাধ্যমেই তিনি স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। এটি সাদমানের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

দুইটি শতকই জিম্বাবুয়ের বিপক্ষে। আগের সেঞ্চুরিটি ছিল ২০২১ সালের জুলাইয়ে, হারারেতে, অপরাজিত ১১৫ রানের ইনিংস। এবার শতক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২৬ ইনিংস ও প্রায় ৪ বছর।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালেই দিনের প্রথম বলেই তাইজুল ইসলামের ঘূর্ণিতে অলআউট হয় জিম্বাবুয়ে। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ভালো শুরু পায়। প্রথম ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের তুলনায় সাদমানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ