কাজে লাগেনি কোন নিষেধাজ্ঞা, আতশবাজি-ফানুস উড়িয়েই ২০২৪ উদ্যাপন

ছবি: সংগৃহীত
নতুন বছর উৎযাপনে পটকা-আতশবাজি বা ফানুস না উরানোর নিষেধাজ্ঞা আগেই এসেছিল প্রসাশনের পক্ষ থেকে । কিন্তু নিষেধাজ্ঞার পরও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়েই উদযাপিত হয়েছে নতুন বছর ২০২৪। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। এদিন পটকার বিকট শব্দ সাথে ফানুস আর আতশবাজির ঝলকে রঙিন হয়ে উঠেছিলো ঢাকার আকাশ ।
রাত ১২টার আগেই রাজধানীর গুলশান, বনানী ও বারিধারাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলোর নিয়ন্ত্রণে নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে সক্রিয় ছিল র্যাব-পুলিশ।
সবচেয়ে বেশি পটকা-আতশবাজি ফানুস উরেছে পুরান ঢাকায়। বিকট শব্দে কেপে উঠে রাজধানীর আকাশ। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
